ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট ২৯ মার্চ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট ২৯ মার্চ শুরু সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম

ঢাকা: ‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০১৮’ টুর্নামেন্ট আগামী ২৯ মার্চ (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৯ মার্চ সকাল ৮টায় কালেরকণ্ঠ ও ভোরের কাগজ দলের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। মোট ১৬টি গ্রুপে ৫০টি মিডিয়া হাউজ নক আউট পদ্ধতির এ খেলায় অংশ নেবে।

চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স আপ ২৫ হাজার টাকা ও ট্রফি পাবে। এছাড়া প্রত্যেক খেলার জন্য প্রতিটি দল ম্যাচ ফি বাবদ এক হাজার টাকা করে পাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক মানিক মুনতাছির, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মহসিন হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম, বদরুল আলম খোকন, মহিউদ্দিন পলাশসহ খেলা কমিটির অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।