ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃথা গেল লিটনের সেঞ্চুরি, জয়ে ফিরলো গাজী-রূপগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
বৃথা গেল লিটনের সেঞ্চুরি, জয়ে ফিরলো গাজী-রূপগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সে প্রাইম দোলেশ্বরকে হারিয়ে প্রথম জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃথাই গেল লিটন দাসের সেঞ্চুরি। অপর ম্যাচে খেলাঘরকে টানা দুই ম্যাচে হারের হতাশায় ডুবিয়ে জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিটনের শতকে ভর করে স্কোরবোর্ডে পাঁচ উইকেটে ২৫৭ রান তোলে টস হেরে ব্যাটিংয়ে নামা দোলেশ্বর। ফজলে মাহমুদ ৪৬ (রানআউট), অধিনায়ক ফরহাদ রেজা ও ওপেনার ইমতিয়াজ হোসেন দু’জনই ২৯ রান করে আউট হন।

৪২ রানে অপরাজিত থাকেন ভারতের ইকবাল আব্দুল্লাহ।

৮ বল ও ৫ উইকেট হাতে রেখে টার্গেট অতিক্রম করে রূপগঞ্জ। প্রথম ম্যাচ জয়ের পর হোঁচট খেল দোলেশ্বর। ওপেনিং জুটিতেই ১৪০ রান তুলে শক্ত ভিত গড়ে দেন আব্দুল মজিদ (৫৮) ও মোহাম্মদ নাঈম (৮৮)। মুশফিকুর রহিম ৪১, দলপতি নাঈম ইসলাম ৩১, ২৩ রান আসে পারভেজ রাসুলের ব্যাট থেকে।

বিকেএসপিতে টস জিতে গাজীকে ব্যাটিংয়ে পাঠিয়ে চ্যালেঞ্জিং টার্গেটের সামনে পড়ে খেলাঘর। ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ২৭০-এ গুটিয়ে যায় তাদের ইনিংস।

দুই ওপেনার রবিউল রবি (৬৭) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৬৯) ১০৮ রানের জুটিতে দুর্দান্ত শুরু এনে দিলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। মাসুম খান ৪৪ রানের ইনিংস খেলেন। দলকে জয়ে ফেরাতে আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। অশোক মেনারিয়া ২৫ ও রাফসান আল মাহমুদ ২০ রানে সাজঘরের পথ ধরেন। তিনটি উইকেট দখলে নেন পেসার আবু হায়দার রনি।

এদিকে, ফতুল্লায় তারকাসমৃদ্ধ মাশরাফি-নাসিরের আবাহনীকে হারের স্বাদ দিয়ে টানা দুই ম্যাচেই জয়োল্লাসে মাতে ছন্দে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  আবাহনীকে রুখে দিল শেখ জামাল

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।