ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে ছয়টি শব্দ বাঁচিয়ে দিল অস্ট্রেলিয়ান কোচকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
যে ছয়টি শব্দ বাঁচিয়ে দিল অস্ট্রেলিয়ান কোচকে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আস্তে আস্তে সব কিছুই প্রকাশে আসা শুরু করেছে। কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের মূল হোতা ছিলেন ডেভিড ওয়ার্নার। অধিনায়ক স্টিভেন স্মিথের থেকে অনুমতি নিয়ে সরাসরি টেম্পারিংয়ে জড়িত হন ক্যামেরুন ব্যানক্রফ্ট। তবে ধারণা করা হলেও এই অপরাধে শামিল ছিলেন না অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান।

আর লেহম্যানকে এই কেলেঙ্কারি থেকে বাঁচিয়ে দিল মাত্র ছয়টি শব্দ! "What the f*** is going on?"  বাংলায় যা বোঝায়, ‘কি হচ্ছে এখানে’। বল টেম্পারিং ঘটনার পর দ্বাদশ ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্বকে ওয়াকি টকিতে এমনটি বলেন অজি কোচ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এ খবর নিশ্চিত করেছেন।

গত সোমবার বল টেম্পারিং ইস্যুতে কেপ টাউনে ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিকতা বিভাগের প্রধান ইয়ান রয়ের সঙ্গে সাক্ষাত করেন লেহম্যান। সাদারল্যান্ড আরও জানান এই ইস্যুতে ওয়ার্নার, ব্যানক্রফ্ট ও স্মিথকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিলেও কোনো অপরাধ পাওয়া যায়নি লেহম্যানের।

সাদারল্যান্ড বলেন, ‘টিভি ফুটেজে দেখা যায় টেম্পারিং ঘটনার পর লেহম্যান ওয়াকি টকিতে হ্যান্ডসকম্বের সঙ্গে কথা বলছে। সে সময় লেহম্যান বলেছিলেন, ‘জানার চেষ্টা কর সেখানে কি হচ্ছে’।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।