ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলের শতকেও অবনমন ঠেকাতে ব্যর্থ কলাবাগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আশরাফুলের শতকেও অবনমন ঠেকাতে ব্যর্থ কলাবাগান ডিপিএলে কলবাগানের জার্সিতে মোহাম্মদ আশরাফুল / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগের ম্যাচে খেলেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস (১২৭)। রেলিগেশন লিগের প্রথম খেলাতেও ব্যাট হাতে তিন অঙ্কের পুনরাবৃত্তি করলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু হারের বৃত্তেই থাকলো তার দল। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকেও অবনমন ঠেকানো হলো না।

বিকেএসপিতে গুরুত্বপূর্ণ ম্যাচে আশরাফুলের অপরাজিত ১০৩ ও তাইবুর রহমানের ৮২ রানে ভর করে স্কোরবোর্ডে পাঁচ উইকেটে ২৪৬ রান তোলে কলবাগান ক্রীড়া চক্র। ৬ উইকেট ও ২৫ বল হাতে রেখে অনায়াসেই জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

অধিনায়ক শাহরিয়ার নাফিস ১০৯, সালমান হোসেন ৮৩ রান করেন। বল হাতে দু’টি উইকেট নেন সেঞ্চুরিয়ান আশরাফুল।

আশরাফুলের সেঞ্চুরিটি বৃথাই গেল। ডিপিএলের এবারের আসরে সর্বাধিক চতুর্থ শতক হাঁকিয়েছেন। প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগ প্রতিযোগিতায় নেমে গেছে কলবাগান। রেলিগেশন লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার।

একেবারের তলানিতে থেকে ১২ দলের রাউন্ড রবিন পর্ব শেষ করে কলবাগান। রেলিগেশন লিগে আগের ১১ ম্যাচসহ তাদের পয়েন্ট মাত্র দুই জয়ে ৪। ৪ পয়েন্ট এগিয়ে ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগানের বিপক্ষে (১ এপ্রিল) জিতলে অগ্রণী ব্যাংকে (১০ পয়েন্ট) ছুঁয়ে ফেলবে ব্রাদার্সকে। এই দু’দলের মধ্যকার রেলিগেশন লিগের শেষ ম্যাচে নির্ধারিত হবে কারা পাচ্ছে ডিপিএলের আগামী মৌসুমের টিকিট।

রাউন্ড রবিন পর্ব শেষে শিরোপা লড়াইয়ে শীর্ষ ৬টি টিম খেলছে সুপার লিগ। সুপার সিক্সের দৌড়ে ছিটকে গেলেও ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানধারীরা পরবর্তী সিজনে খেলার যোগ্যতা অর্জন করে। রেলিগেশনে চলে যায় তলানির তিনটি ক্লাব। যেখান থেকে সেরা দল ডিপিএলের নতুন মৌসুমের জন্য উত্তীর্ণ হবে। প্রসঙ্গত, ১২ দলের প্রিমিয়ার লিগে বাকি দু’টি টিম আসে প্রথম বিভাগ থেকে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।