ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিধ্বংসী সাউদি, বেয়ারস্টোতে স্বস্তি ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
বিধ্বংসী সাউদি, বেয়ারস্টোতে স্বস্তি ইংল্যান্ডের ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচানোর ম্যাচে বোল্ট-সাউদির পেস তোপ সামলে ইংল্যান্ডকে স্বস্তি এনে দিয়েছেন জনি বেয়ারস্টো ও মার্ক উড। দু’জনের অষ্টম উইকেট জুটিতে আসে ৯৫। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৯০।

সেঞ্চুরি থেকে ৩ রান দূরে অপরাজিত বেয়ারস্টো। ১৬৪ রানে ৭ উইকেট হারানোর পর পেসার উডকে নিয়ে হাল ধরেন তিনি।

ওপেনার মার্ক স্টোনম্যান ৩৫, অধিনায়ক জো রুট ৩৭, বেন স্টোকস ২৫ রান করে আউট হন।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকে সফরকারীদের চেপে ধরে কিউইরা। পাঁচ উইকেট শিকার করেন টিম সাউদি। অন্য তিনটি নেন ট্রেন্ট বোল্ট। অকল্যান্ড টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০টি উইকেট দখল করেছিলেন বোল্ট-সাউদি জুটি।

দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডোবে ইংলিশ শিবির।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।