ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কঠোর পরিশ্রমে টেস্টে উন্নতি হয়েছে: মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মে ১, ২০১৮
কঠোর পরিশ্রমে টেস্টে উন্নতি হয়েছে: মুশফিক কঠোর পরিশ্রমে টেস্টে উন্নতি হয়েছে: মুশফিক-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে আটে উঠেছে বাংলাদেশ। টাইগারদের জন্য এ এক বিশাল পাওয়া। কেননা ওয়েস্ট ইন্ডিজের মতো এক সময়ের শক্তিশালী দলকে পেছনে ফেলতে পেরেছে লাল-সবুজের জার্সিধারিরা। আর দলের এই সাফল্যের পেছনে ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের কথাই জানালেন মুশফিকুর রহিম।

আরও পড়ুন...টেস্ট র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ

রাজধানীর কল্যানপুরে চাইল্ড ও ওল্ড এইড কেয়ার পরিদর্শন শেষে টেস্টে উন্নতি হওয়া প্রসঙ্গে মুশফিক বলেন, ‘অবশ্যই তো ভালো। আমাদের নিশ্চয়ই একটা গ্রাফ থাকে উপরের দিকে যাওয়ার।

আগে দেখেছেন আমরা ওয়ানডেতে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। টি-টোয়েন্টিতে আশানূরুপ প্রগ্রেস না হলেও শেষ টি-টোয়েন্টি সিরিজটা ভালো গেছে। টেস্টে যে আমরা উন্নতি করছি, শেষ চার-পাঁচ বছর যে ভালো খেলছি এটারই একটা (র‍্যাঙ্কিং) শো করে। এক সিরিজ ভালো খেললে তো আর র‍্যাঙ্কিং উন্নতি হয় না। সেদিক থেকে বলবো কঠোর পরিশ্রম করলে উন্নতি করাট সহজ হয়। কিন্তু এখন অবস্থান ধরে রাখা আরও কঠিন, এবং এর থেকে উপরে যাওয়া আরও কঠিন হবে সামনে। তবে আমাদের দলের যে প্লেয়াররা আছেন তাদের সামর্থ্য আছে এগিয়ে যাওয়ার। ’

ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারানোর কারণেই সম্ভাবনাটা ভালো ভাবে কাজে লেগেছে কিনা এমন প্রশ্নের জবাবে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘এটা তো অবশ্যই। আমাদের পরিকল্পনাই এটা ছিল। কারণ হোম কন্ডিশনে ভালো করার সুযোগটা বেশি, আর যে কোনো দলের জন্যই এখানে খেলা কঠিন হয়। আমরা পরিকল্পনা নিয়েছিলাম হোম কন্ডিশনে যদি আমরা অলআউট ক্রিকেট খেলতে পারি। রেজাল্ট আমাদের পক্ষে এলে অনেক অর্জন আসবে। পরিকল্পনার কথা ভাবলে এই দুই সিরিজ খুবই ভালো ছিল। আর একটা বিশ্বাসও দরকার ছিল নিজেদের। সেটা আমাদের মনে হয় সামনে কাজে লাগবে। ’

এদিকে ২০১৯ বিশ্বকাপ ফরম্যাট সম্পর্কের মুশফিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখনো এক বছরের মতো বাকি আছে...দীর্ঘ সময় (হেসে)। কে কি হবে না হবে বলা কঠিন। অবশ্যই চেষ্টা থাকবে বিশ্বকাপটা খেলার। যেটা বললেন সবার সঙ্গে সবার খেলা হবে। ওইরকম সুযোগ আমাদের দরকার ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের ভালো একটা স্মৃতি আছে ইংল্যান্ডে। আশা থাকবে, সবার প্রত্যাশাও থাকবে বাংলাদেশ দল আগে যা করেছে তার চেয়ে বেটার করবে। সেই সামর্থ্য আছে আমাদের। এই বিশ্বকাপে আমাদের তেমন একটা দল যেতে পারে যা কিনা গত তিন-চার বিশ্বকাপ থেকে ভালো করার এই একটা সুযোগ। আমি মনে করি আমরা যারা চার-পাঁচজন সিনিয়র আছে, এবং জুনিয়রাও মিলে যদি খেলতে পারি তাহলে ভালো কিছু করার সুযোগ আছে। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০১ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।