ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুমানাদের আরেকটি বড় হার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ৬, ২০১৮
রুমানাদের আরেকটি বড় হার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ম্যাচের একটি মুহূর্ত

ঢাকা: পচেফস্ট্রুমে স্বাগতিক দ. আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারলো সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচের ভেন্যুতেই দ্বিতীয় ম্যাচে রোববার (০৬ মে) ৯ উইকেটের ব্যবধানে হেরেছে কোচ ডেভিড ক্যাপেলের শিষ্যরা। প্রথম ম্যাচে ১০৬ রানে হারে সফরকারীরা।

ম্যাচে রুমানাদের দেওয়া ৯০ রানের মামুলি লক্ষ্য ডেন ভ্যান নিকার্করা টপকে গেছেন মাত্র ১ উইকেট খরচায়।  
 
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের বোলিং তোপের মুখে বাংলাদেশের কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।

সর্বেচ্চে ২০ রান এসেছে টেলেন্ডার পান্না ঘোষের ব্যাট থেকে। দুই ওপেনার সানজিদা ৫, মুর্শিদা খাতুন ১ এবং টপ অর্ডারের ফারজানা হক ০, আর রুমানা আহমেদ করেছেন ৬ রান।
 
মিডল অর্ডারের অবস্থাও তথৈবচ। নিগার সুলতানা ১৭ ও ফাহিমা ফাহিমা খাতুনের ব্যাট থেকে এসেছে ৮ রান।
 
এমন দৈন্য ব্যাটিংয়ে ৩৯.৫ ওভারে সবক’টি উইকেটের বিনিময়ে ৮৯ রান সংগ্রহ করে লাল-সবুজের নারী ক্রিকেট দল।
 
বল হাতে দ. আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা ও রাইজিবি তোঝাকি ৩টি করে, মাসাবাতা ক্লাস, ভ্যান নিকার্ক ও চলি ট্রায়ো ১টি করে উইকেট নিয়েছেন।
 
জয়ের জন্য ৯০ রানে খেলতে নামা দ. আফ্রিকা নারী দল ওপেনার লিজেইয়ে লি’র ৩২ ও লরা উলভার্দের ৩৭ রানে ভর করে মাত্র ১ উইকেট খরচায় ১৭.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছায়।
 
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন সালমা খাতুন।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।