ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ইংল্যান্ড সফরে ভারতীয় ওয়ানডে দলে রাহুল-রাইডু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মে ৮, ২০১৮
ইংল্যান্ড সফরে ভারতীয় ওয়ানডে দলে রাহুল-রাইডু ভারতীয় ওয়ানডে দলে রাহুল-রাইডু

ঢাকা: ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল ও আম্বাতি রাইডু। আইপিএলে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার হিসেবে দলে স্থান পেয়েছেন এই দু’জন। তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে স্থান হয়নি এই দু’জনের।

মঙ্গলবার (০৮ মে) ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলে রাহুল আর রাইডুর পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চলতি আসরে ১৩ উইকেট পাওয়া সিদ্ধার্থ কাউলকে।

তিনি অবশ্য ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেও স্থান পেয়েছেন।

ওদিকে সাবেক অধিনায়ক ও দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে জায়গা দিতে আইপিএলে ১৭০-এর উপর স্ট্রাইক রেটে প্রায় ৪০০ রান করা রিসাভ পান্তকে দলের বাইরে রাখা হয়েছে। দলে জায়গা হয়নি আইপিএলে দুর্দান্ত খেলতে থাকা ক্রুনাল পান্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বিনের।

ইংল্যান্ড সফরের ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, আম্বাতি রাইডু, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক উইকেটরক্ষক), যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কাউল, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার।

টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কাউল, উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এমএইচএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।