ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের কলকাতার বিপক্ষে মুম্বাই, সুযোগ পেতে পারেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৮
ফের কলকাতার বিপক্ষে মুম্বাই, সুযোগ পেতে পারেন মোস্তাফিজ কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলনের পর সতীর্থদের সঙ্গে সেলফিতে অংশ নিলেন মোস্তাফিজ। ছবি: সংগৃহীত

ঢাকা: আগের ম্যাচে নিজেদের মাঠে কলকাতাকে ১৩ রানে হারিয়ে প্লে অফের আশা ত্বরান্বিত করেছিলো মোস্তাফিজদের মুম্বাই। পরের ম্যাচেই বুধবার (৯ মে) আবার মুখোমুখি হচ্ছে এ দুই দল। এবার মুম্বাইকে আতিথ্য দিবে কলকাতা। জয়ের ধারায় ফেরা মুম্বাইয়ের জন্য আজকের ম্যাচ চারে উঠার হাতছানি। বেন কাটিংয়ের বাজে বোলিংয়ের সুবাদে এই ম্যাচে খেলতে পারেন মোস্তাফিজ।

চলতি আইপিএলের প্রথমার্ধের অধিকাংশ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ঠায় হয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে অর্ধেক পথ পেড়িয়ে যেনো নতুন এক মুম্বাইয়ের দেখা পাওয়া যাচ্ছে।

গত চার ম্যাচের তিন ম্যাচ জিতে এরই মধ্যে পয়েন্ট টেবিলের পাঁচে উঠেছে রোহিত শর্মার দল। তবে পথ এখনও বাকি। একটি ম্যাচ হারলেই প্লে অফের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা। আর জিতলেই পৌঁছে যাবে শীর্ষ চারে।

অন্যদিকে নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের অধীনে কলকাতার শুরুটাও হয়েছিলো বাজে। তবে মাঝামাঝি সময়ে জয়ের ধারায় ফিরে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে স্থান করে নেয়। কিন্তু তাদের সেখান থেকে হটিয়ে দিয়েছে মুম্বাই। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স।  সমান ম্যাচে ৮ পয়েন্ট মুম্বাইয়ের।

তবে মুম্বাইয়ের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, তিন আসর মিলিয়ে গত ৭ ম্যাচে মুম্বাইকে হারাতে পারেনি কলকাতা।

ডেথ ওভারে গিয়ে ম্যাচ হারার সমস্যা কাটিয়ে উঠেছেন মোস্তাফিজরা। যদিও মুম্বাইয়ের সফলযাত্রায় একাদশে স্থান হচ্ছে না কাটার মাস্টারের। প্রথম ছয় ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ডেথ ওভারে অসফলতার ফলশ্রুতিতে জায়গা হারান মোস্তাফিজ।  

তবে বুধবারের ম্যাচে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। কারণ, আগের ম্যাচে তার বদলে একাদশে সুযোগ পাওয়া বেন কাটিং বল হাতে বেশ খরুচে সাব্যস্ত হয়েছেন। আগের ম্যাচেই তাকে টানা চার বাউন্ডারি মেরে খেলার মোড় প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন কলকাতার রবিন উত্থাপ্পা।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমএইচএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।