ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে ২৪ সদস্যের এইচপির অনুশীলন ক্যাম্প

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ৯, ২০১৮
শুরু হচ্ছে ২৪ সদস্যের এইচপির অনুশীলন ক্যাম্প

ঢাকা: ২৪ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল নিয়ে আগামী ২৩ মে শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। ২২ মে দুপুর ১২টার মধ্যে মিরপুরের একাডেমি মাঠে তালিকাভুক্ত ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।

২৪ সদস্যের এই দলে ১৫ জনই পেস বোলার রাখা হয়েছে, যাদের নিয়ে হবে পৃথক অনুশীলন। পেসারদের নিয়ে ক্যাম্পটি চলবে জুনের ১ তারিখ পর্যন্ত।

এই অনুশীলন ক্যাম্প ছাড়াও এইচপি দলের তালিকায় থাকা পেসারদের নিয়ে ১৬ সপ্তাহের একটি কোর প্রোগ্রাম হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোগ্রামের আওতায় ফিটনেস ও কন্ডিশন ঠিক করতে পেসারদের কক্সবাজার নিয়ে যাওয়া হবে।
 
২৪ সদস্যের এইচপি স্কোয়াড

টপ অর্ডার ব্যাটসম্যান: মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, মিজানুর রহমান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ আব্দুল মজিদ।
 
মিডল অর্ডার ব্যাটসম্যান: মোহাম্মদ জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, মহিদুল ইসলাম ভূঁইয়া আকন ও মোহাম্মদ তৌহিদ হৃদয়।
 
স্পিনার: মোহাম্মদ মেহেদি হাসান, আসিফ হাসান, তানভির ইসলাম, নাইম হাসান ও মোহাম্মদ রিশাদ আহমেদ।
 
পেসার: কাজী অনিক ইসলাম, রবিউল হক, হাসান মাহমুদ, ইয়াসির আরাফাত, সৈয়স খালেদ আহমেদ ও মোহাম্মদ এবাদত হোসাইন চৌধুরী।
 
এছাড়াও আলাদা করে যেসব পেসারদের ডাকা হয়েছে তারা হলেন- আবু যায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি, মোহাম্মদ ইমরান আলি এনাম, মোহাম্মদ আবুল হাসান রাজু, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও হোসেন আলি।    
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমকেএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।