ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় এলেন গ্যারি কারস্টেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ২০, ২০১৮
ঢাকায় এলেন গ্যারি কারস্টেন ঢাকায় এসেছেন গ্যারি কারস্টেন/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ঢাকায় এলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় গ্যারি কারস্টেন। জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করতে তার এ সফর।

রোববার ( ২০ মে) রাত পৌনে ৯টায় তিনি ঢাকায় পৌঁছান। এরপর তিনি বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁর উদ্দেশে রওনা দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ আসতে পেরে কারস্টেন বেশ উচ্ছ্বসিত বলেও বোর্ড সূত্রে জানা গেছে।

সোমবার (২১ মে) ঢাকায় বিসিবির সঙ্গে এক সভায় বসার কথা রয়েছে কারস্টেনের। যেখানে টাইগারদের পরবর্তী হেড কোচ চূড়ান্ত করার ব্যাপারে পরামর্শ দেবেন বলে জানা গেছে।

ঢাকায় এসেছেন গ্যারি কারস্টেন/ছবি: শোয়েব মিথুনএদিকে আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে এ মৌসুমে কাজ করেছেন কারস্টেন। বিরাট কোহলিরা আসর থেকে বিদায় নেওয়ায় ‘ছুটি’ পেয়ে বাংলাদেশে এসেছেন কারেস্টন।

এর আগে ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ক্রিকেটের পরামর্শক হিসেবে সাবেক প্রোটিয়া বাঁহাতি ওপেনার কারস্টেনের বিসিবিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আইপিএলের ব্যস্ততায় ব্যাঙ্গালুরুর সহকারী কোচের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি।

সবকিছু ঠিক থাকলে কারস্টেনের পরামর্শক হিসেবে যোগ দেওয়ার পর জুনে ভারতে অনুষ্ঠেয় আফগানিস্তান সিরিজে তিনি দলের সঙ্গে থাকছেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।