ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃপ্তি-অতৃপ্তি নিয়ে ফিরলেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১৮
তৃপ্তি-অতৃপ্তি নিয়ে ফিরলেন সাকিব সাকিব-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এ নিয়ে আইপিএলের মোট তিনটি আসরের ফাইনালে খেললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দু’বার (২০১২ ও ২০১৪) কলকাতার হয়ে শিরোপা জিতলেও এবারের আসরে সেটা সম্ভব হয়ে ওঠেনি। শেন ওয়াটসনের ৫৭ বলে ১১৭ রানের দানবীয় ইনিংসের সামনে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ তুলোর মতো উড়ে গেছে।

সাকিব, ছবি: শোয়েব মিথুনতাতে কিছুটা শোক তো থাকবেই। শিরোপার একেবারে কাছে গিয়ে তা হাতছাড়া হওয়ার শোক যাকে বলে।

তবে আইপিএলের একাদশ আসর শেষে সোমবার (২৮ মে) সাকিব দেশে ফেরার পর তার সাথে কথা বলে শিরোপা হারানো নিয়ে তেমন কোন আক্ষেপ আঁচ করা গেল না। বরং তৃপ্ত বলেই মনে হলো।

সাকিব বলেন, ‘ভালই। হয়তো আরেকটু ভালো হতে পারতো। তবে ওভারঅল স্যাটিসফাইড রেজাল্ট হয়েছে টিমের। ’

দলের ওভারঅল পারফরম্যান্সে তৃপ্ত সাকিব নিজেকে নিয়েও তৃপ্ত। আপন পারফরম্যান্স দেখিয়ে হয়ে উঠেছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। একটি ম্যাচেও ডাগআউটে বসে থাকতে হয়নি। আইপিএলে এমন অভিজ্ঞতা সাকিবের জন্য এবারই প্রথম। কেননা কলকাতার হয়ে কোনো আসরেই সব ম্যাচ তার খেলা হয়ে ওঠেনি। তাই নিজেকে অতৃপ্তির কোনো কারণ থাকার কথা নয়।

তার অতৃপ্তি শুধু একটি জায়গায়। সেটা বোলিং কিংবা ফিল্ডিংয়ে বা অন্য কোনো অহেতুক বিষয়ে নয়। নিজের ব্যাটিং নিয়ে। অবশ্য তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক।

হাফসেঞ্চুরি সে তো অনেক দূরের কথা। সর্বোচ্চ ৩৫ রান এসেছে তার ব্যাট থেকে! গেল ৭ মে হায়দ্রাবাদের ঘরের মাঠে বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩২ বলে এই সংগ্রহ পেয়েছিলেন। বাকি ১৬ ম্যাচের কোনটিতেই ৩০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। ব্যাটিং গড় ২১.৭২। তাই হয়তো তার এমন অতৃপ্তি।

‘ব্যক্তিগত দিক থেকে সন্তুষ্ট। কিন্তু একটা অতৃপ্তি আছে। সেটা হলো প্রতি ম্যাচেই ভাল শুরুর করার পরেও রানটা বড় করতে পারিনি। ’-যোগ করেন সাকিব।

ব্যাট হাতে ১৭ ম্যাচে ২৩৯ রান করা সাকিব সমান সংখ্যক ম্যাচে বল হাতে পেয়েছেন ১৪টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৮ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।