ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব একাদশে তামিমদের সতীর্থ হার্দিক ছিটকে গেলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
বিশ্ব একাদশে তামিমদের সতীর্থ হার্দিক ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া-ছবি: সংগৃহীত

ভাইরাস জ্বরের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠেয় চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলতে পারছেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বৃহস্পতিবারের (৩১ মে) এ ম্যাচে তার বদলে নেয়া হয়েছে স্বদেশি পেসার মোহাম্মদ শামিকে। এছাড়া বিশ্ব একাদশের দলে আরও নেয়া হয়েছে ইংল্যান্ড লেগস্পিনার আদিল রশিদকে।

রশিদ যোদ দেয়ার ফলে বিশ্ব একাদশে এখন ক্রিকেটার সংখ্যা দাঁড়ালো ১২-তে। যেখানে চারজনই লেগস্পিনার।

আগের ১১ জনের তালিকায় আফগানিস্থানের রশিদ খান ও পাকিস্তানের শহীদ আফ্রিদি আছেন। এছাড়া ইয়ন মরগানের নেতৃত্বে এই দলে সাকিব আল হাসানের পরিবর্তে নেপালের নন্দিপ লামিচানকে নেয়া হয়েছে।

পান্ডিয়া ও শামি সম্প্রতি আইপিএলে নিজ দলের হয়ে খেলেছেন। যদিও পেসার শামি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন।

গত বছর প্রলঙ্করী ঝড় ইরমার আঘাতে ক্যারিবীয়ান অঞ্চলের পাঁচটি স্টেডিয়াম ক্ষতিগ্রস্থ হয়। আর এই স্টেডিয়ামগুলোর সংস্কার করতেই এমন ম্যাচ আয়োজন করা হয়েছে।

আইসিসি বিশ্ব একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, তামিম ইকবাল, দিনেশ কার্তিক, রশিদ খান, সন্দিপ লামিচান, মিচেল ম্যাকক্লেনাঘান, শোয়েব মালিক, থিসারা পেরেরার, লুক রঞ্চি, আদিল রশিদ, মোহাম্মদ শামি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।