ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমরাও এখন কঠিন দল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৮
‘আমরাও এখন কঠিন দল’ সালমা খাতুন- ছবিঃ শোয়েব মিথুন

ভারতের বিপক্ষে ৯টি ও পাকিস্তানের সঙ্গে ৮টি ম্যাচ খেলে সবকটিতেই হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সালমা খাতুনদের। বাকি তিন দলের ভেতরে মালয়েশিয়া একেবারেই নতুন। আয়োজক হিসেবে এশিয়া কাপের এবারের আসরে অংশ নিচ্ছে মালয়েশিয়া। কাজেই তাদের সঙ্গে হার-জিতের প্রশ্ন উঠে না। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ২টিতে জয় একটিতে হার। আর থাইল্যান্ডের সাথে মাত্র ১টি ম্যাচ খেলে জয় তুলে নিয়েছিলো বাংলাদেশ।

যেহেতু ভারত ও পাকিস্তানের বিপক্ষে আজ অব্দি একটি জয়ের মুখও দেখেনি বাংলাদেশ সেহেতু অনুমিতভাবেই টুর্নামেন্টে তাদের কঠিন দল হিসেবে আবির্ভূত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ দলপতি সালমা খাতুন বিষয়টিকে ঠিক এভাবে না দেখে ক্রিকেটীয় ব্যাকরণের মধ্যেই থাকলেন।


 
তার যুক্তি হলো, যেহেতু এশিয়া কাপ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সেহেতু প্রতিটি প্রতিপক্ষই এখানে কঠিন। সেই বিবেচনায় নিজেদেরও পিছিয়ে রাখলেন না এই টাইগ্রেস দলপতি। ‘প্রতিটি খেলাই কঠিন। আমি মনে করি না কোনটা সাধারণ ম্যাচ।  এখানে যারা আছে সবাই ভাল দল। আমরাও কিন্তু কঠিন এখন। ’
 
বড় দল হিসেবে লক্ষ্যটাও তাই তার এবং তার সতীর্থদের বড় হয়ে গেছে। ‘অবশ্যই আমরা ভাল ক্রিকেট খেলবো। যদি ভাল ক্রিকেট খেলতে পারি, তাহলে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। আমরা ফাইনাল খেলবো। ’
 
আর এই ক্ষেত্রে তাকে ভরসা যোগাচ্ছে প্রায় দুই বছর বিরতির পর মারকুটে আয়শা রহমান শুকতারার দলে ফেরা। ‘দুই বছর পর ও  আবার দলে ফিরেছে এটা দলের জন্য একটা বাড়তি সুবিধা। যেহেতু ও ওপেনিং ব্যাটসম্যান। আর টি-টোয়েন্টির জন্য অবশ্যই আমাদের হার্ড হিটিং ব্যাটসম্যান দরকার। ফেরার জন্য ওকে অভিনন্দন জানাই যেন ও আমাদের কিছু একটা  দিতে পারে সেটাই আশা করি। ’

এশিয়ার ৬ জাতির অংশগ্রহণে নারী এশিয়া কাপে  উদ্বেধানী ম্যাচে ৩ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ জুন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।  ৬ জুন টাইগ্রেসরা মোকাবেলা করবে ভারতকে। ৭ জুন থাইল্যান্ডকে ও ৯ জুন মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের নারী দল। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুন।

টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার (১ জুন) দুপুর ১২টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের প্রমীলা ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ৩১ মে ২০১৮ 
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।