ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহর জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ৩, ২০১৮
মাহমুদউল্লাহর জোড়া আঘাত মাহমুদউল্লাহ রিয়াদ

ঢাকা: ১৩তম ওভারে টাইগার সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ তুলে নিলেন জোড়া উইকেট। পিচের ভাব বুঝে ওঠার আগেই নাজিবুল্লা জারদান (২) ও মোহাম্মদ নবীকে (০) সাজঘরে ফেরান তিনি। যার একটি ক্যাচ, অপরটি বোল্ড।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৩৫ রান।

বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটটি তুলে নিয়েছেন রুবেল হোসেন।

নবম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২৬ রানে ওপেনার ওসমান গনির উইকেট ভেঙে দেন তিনি।

আর ১২তম ওভারে অধিনায়ক সাকিব তুলে নিয়েছেন প্রতিপক্ষের ওপেনার মোহাম্মদ শাহজাদের উইকেট। ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি।  

সাকিবের শিকারে সাজঘরে শেহজাদ

এরআগে রোববার (০৩ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এমকেএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।