ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪ উইকেটে ১০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
৪ উইকেটে ১০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা: সিরিজে টিকে থাকতে আজ নিজেদের সেরাটা দিতে হবে গেইল-রাসেলদের। কিন্তু এ ম্যাচে প্রায় ১০০ ছুঁতেই ক্যারিবীয়দের হারাতে হয়েছে ৪টি উইকেট।

ঘরের মাঠে সিরিজ হারতে চাইবে না ওয়েস্ট ইন্ডিজ। তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে তারা।

তবে প্রথম টাইগারদের ছন্দময় খেলা বেশ ভোগাচ্ছে ভিভ রিচার্ডসদের উত্তরসূরীদের। সব মিলিয়ে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ে বিকল্প নেই ক্যারিবীয়দের।

ম্যাচের ২৫ ওভারের মধ্যেই চারটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে মাশরাফির কাছে এলবিডাব্লিউতে এভিন লুইস, মেহেদি হাসান মিরাজ কাছে এলবিডাব্লিউতে ক্রিস গেইল, সাকিব আল হাসানের বল ও সাব্বির রহমানের ক্যচে শাই হোপ এবং সর্বশেষ রুবেলের বলে ক্যাচ আইট হন জেসন মোহাম্মদ।

ক্যারিবিয়দের হয়ে এখন মাঠে ব্যাট করছেন শিমরন হ্যাটমায়ার এবং রোভম্যান পাওয়েল। চার উইকেট হারিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩০ ওভারে ১২৪ রান।

অপরদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব যেমনটা আভাস দিয়েছেন তাতে বলা যায়, আজই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। সাকিব জানান, জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। এই মাঠেই পুরো দলের ভালো করার চেষ্টা থাকবে। তৃতীয় ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তিনি। নিজেদের সেরাটা দিয়ে আজই তারা শিরোপা নিশ্চিত করতে চান।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।