ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ছয় ম্যাচ নিষিদ্ধ হলেন গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এবার ছয় ম্যাচ নিষিদ্ধ হলেন গুনাথিলাকা দানুশকা গুনাথিলাকা। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞার প্রকোপ যেনো কাটছেই না শ্রীলঙ্কা ক্রিকেটের উপর থেকে। একের পর এক ক্রিকেটার নিষেধাজ্ঞায় পড়ছেন। সঙ্গে আছেন প্রধান কোচ ও ম্যানেজারও। এবার সেই তালিকায় যোগ হলেন আরেক ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা।

অবশ্য গেল কয়েকদিন থেকেই এ ক্রিকেটার ছিলেন আলোচনায়। শুক্রবার তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শৃঙ্খলা ও আচরণবিধি না মানার কারণেই মূলত এ নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাৎক্ষণিক শাস্তি পান এ ২৭ বছর বয়সী ক্রিকেটার। সে সময় সাময়িক নিষেধাজ্ঞা ও সে ম্যাচের পুরো ফি কেটে নেওয়া হয় পাশাপাশি তার অপরাধ নিয়ে আরও তদন্ত হবে বলেও জানিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

তদন্ত শেষে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক দীনেশ চান্দিমাল,  কোচ চান্দিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা। এছাড়া  শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্পিনার জেফ্রে ভ্যান্ডারসেকেও এক বছরের জন্য নিষিদ্ধ করেছে এসএলসি।

শুক্রবার (২৭ জুলাই) বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়ের কোড অব কন্ডাক্ট্র (আচরণবিধি) ও চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ’ করায় ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে গুনাথিলাকাকে। দুই অপরাধ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার খেলা সামনের ছয় ম্যাচে খেলতে পারবেন না তিনি।

তবে আসল কারণ গুনাথিলাকার এক বন্ধু ধর্ষণে জড়ানো। লঙ্কান সংবাদ মাধ্যমে জানা যায়, কলম্বো টেস্ট চলাকালীন নরওয়ের দুই নারীকে হোটেলে নিয়ে যান গুনাথিলাকা ও তার বন্ধু। ভ্রমণের উদ্দেশ্যে আসা ওই দুই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে আগে থেকেই যোগাযোগ ছিল তাদের। পরবর্তীতে ওই দুই নারীর একজন স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন গুনাথিলাকার বন্ধু তাকে ধর্ষণ করেছে।

অভিযোগের ভিত্তিতে গুনাথিলাকার বন্ধু সেল্লিয়াহ গ্রেফতার করে কলম্বো পুলিশ। তবে গুনাথিলাকার বিরুদ্ধে অভিযোগ না থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে তখনই তাকে নিষিদ্ধ করে লঙ্কান বোর্ড।

পরবর্তীতে পুলিশি জেরায় গুনাথিলাকা জানিয়েছেন, তিনি কিছুই জানতেন না। তখন তিনি ঘুমিয়ে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮

এমকেএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।