ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড

ঢাকা: তামিম ইকবালের ১০৩ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪৯ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এযাবৎকালের সর্বোচ্চ রানের (৩০১) রেকর্ড গড়লো সফরকারী বাংলাদেশ।

এর আগে ২০১২ সালে খুলনায় ক্যারিবীয়ানদের বিপক্ষে করা ২৯২ ই ছিল মাশরাফিদের সর্বোচ্চ। এর পাশাপাশি এদিন তাদের সঙ্গে তাদেরই মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটিও হলো।

গেলো ২২ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭৯ রান সংগ্রহ করে  ক্যারিবীয়ানদের মাটিতে ২০০৯ সালের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙেছিল টাইগার বাহিনী। ওই বছর দলটির বিপক্ষে তাদের মাটিতে টাইগারদের সংগ্রহ ছিল ২৭৬ রান।

২০০৯ সালের ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে এই সংগ্রহ পেয়েছিল অধিনায়ক সাকিব আল হাসান ও তার দল। সেইসঙ্গে উল্লেখ করার মতো বিষয় হলো ম্যাচটি ৩ উইকেটে জিতেছিল সফরকারীরা।

ওই জয়ের পুনরাবৃত্তি হয়েছিল প্রথম ওয়ানডেতেও। ৬ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহের পর আজও কি আরেকটি জয়ে সিরিজ ঘরে তুলতে পারবে মাশরাফি বাহিনী?

শনিবার (২৮ জুলাই) শেষ ওয়ানডেতে তামিম ইকবালের একাদশ সেঞ্চুরির দিনে মাহমুদউল্লাহ রিয়াদও তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে অর্ধশতক।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এইচএল/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।