ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের ক্রি‌কে‌টেও আসছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
মেয়েদের ক্রি‌কে‌টেও আসছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা:  ছেলেদের বিসিএলের(বাংলাদেশ ক্রি‌কেট লিগ) পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ নারী ক্রি‌কেটেও সংযোজিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। এশিয়া কাপ ও টি- টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অবিষ্মরণীয় জয় এবং আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজ জয়ের পরেই মূলত সালমা রুমানাদের নিয়ে এমন ভাবনা ভাবতে বাধ্য হয়েছে বাংলাদেশ  ক্রি‌কেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৪ আগস্ট) বিসিবির মিডিয়া লাউঞ্জে একথা জানান বাংলাদেশ নারী ক্রি‌কেট দলের চিফ অপারেটিং ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই কিছু সুপারিশ করেছি।

এই মুহূর্তে যেই স্ট্রাকচারটা আছে, সেটা আরেকটু দীর্ঘ করার চেষ্টা করছি। নিচের দিকে আমরা একটি অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট শুরু করব। আগে কোন বয়স ভিত্তিক টুর্নামেন্টে ছিল না। এটা করতে পারলে ওই বয়সে নিচের দিকে যারা আছেন, তারাও প্রতিযোগিতামূলকভাবে খেলে উপরে উঠে আসবে।

‘আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন যে ডিভিশনাল খেলাটা হয় সেখান থেকে ছেলেদের মতই জোন করে আরেকটা টুর্নামেন্ট করার চিন্তা করা হচ্ছে। সেখানে দুই দিনের খেলা চালু করার পরিকল্পনা আছে। এর ফলে একটি পিরামিড দাঁড় করানো যাবে।  যারা এই চার জোনে খেলবে, তারা খুবই প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারবে। ’

‘আমরা যদি চার অঞ্চলের টুর্নামেন্ট  আয়োজন করতে পারি তাহলে অনেক প্রতিযোগিতাপূর্ণ খেলা হবে। ওখানে প্লেয়ারদের মান খুব ভালো হবে। কিছুটা কম ম্যাচ হবে কারন টুর্নামেন্টটা হবে চার দলের। কম ম্যাচে হাই স্ট্যান্ডাড ক্রিকেট খেলা সম্ভব। ভালো মানের সুযোগ সুবিধা দেয়া, ভালো মাঠে খেলা এইসব বিষয়গুলো দেখবো আমরা। ইন্টেনসিটি ভালো হবে এটা করতে পারলে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।