ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেক কেটে মাশরাফির জন্মদিন উদযাপন করলেন বাল্য বন্ধুরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
কেক কেটে মাশরাফির জন্মদিন উদযাপন করলেন বাল্য বন্ধুরা  মাশরাফির জন্মদিনের কেক কাটছেন তার বাল্য বন্ধুরা। ছবি: বাংলানিউজ

নড়াইল: কেক কেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরমেটের সফল অধিনায়ক ও সেরা বাঙালি নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার ৩৬ তম জন্মদিন উদযাপন করলেন তার বাল্য বন্ধরা।

শুক্রবার (৫ অক্টোবর) রাত ৮টায় নড়াইল শহরে মাশরাফির হাতে গড়া শুভেচ্ছা ক্লাবে কেক কাটেন তারা।
 
এসময় উপস্থিত ছিলেন- মাশরাফির ছোট বেলার বন্ধ রাজু, সাজু, সুমন, মিথুন, রবি, অসিম, তাজুল, তুষারসহ মাশরাফি ভক্তরা।

উল্লেখ্য ১৯৮৩ সালের ৫ অক্টোবর সকাল ৮টার দিকে নানাবাড়ি নড়াইল শহরের আদালতপুরে মা হামিদা মর্তুজা বলাকা এবং বাবা গোলাম মর্তুজা স্বপনের মুখে হাসি ফুটিয়ে জন্মগ্রহণ করেন মাশরাফি। আজ (৫ অক্টোবর) মাশরাফির জন্মদিন, ৩৫ বছর পার করে ৩৬শে পা রাখলেন এই ক্রিকেট নায়ক। নড়াইলের সবাই তাকে আদর করে ডাকে কৌশিক নামে।  

এই ৩৫ বছর বয়সেই নিজে বল ও ব্যাট হাতে ক্রিকেট খেলে এবং অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতি ও বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছেন অনন্যভাবে।
 
নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি শেষ করে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মাশরাফি। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন এই তারকা।

২০০৬ সালে নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। দাম্পত্য জীবনে এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক তিনি।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।