ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগান লিগে খেলা হচ্ছে না সৌম্য-মিঠুনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, অক্টোবর ৬, ২০১৮
আফগান লিগে খেলা হচ্ছে না সৌম্য-মিঠুনের সৌম্য-মিঠুনের এপিএল খেলা হচ্ছে না-ছবি: সংগৃহীত

আজই আফগান লিগে খেলার উদ্দেশ্যে দুবাইয়ে যাওয়ার কথা ছিল জাতীয় দলের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের। কিন্তু বিসিবি’র আপত্তিতে তা আর হচ্ছে না। তবে জাতীয় দলের বাইরে থাকা তাসকিনকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।

এশিয়া কাপে অংশ নিয়ে দেশে ফিরে বিশ্রামে ছিলেন মিঠুন। অন্যদিকে রাজশাহীতে জাতীয় লিগের প্রথম পর্বের ম্যাচ শেষে আজই ঢাকায় ফিরেছেন সৌম্য।

আজ বিকেল ৫টায় দুবাইয়ের ফ্লাইট ধরার কথা ছিল দুই ব্যাটসম্যানের। সেখানে পৌঁছে আফগান প্রিমিয়ার লিগের দল কান্দাহার নাইটসের হয়ে মাঠে নামার ছিল তাদের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুজনকেই অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি।  

এদিকে সৌম্য-মিঠুনকে না দিলেও অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। কেন দেওয়া হয়েছে তা খোলাসা করতে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, 'ও তো ফাস্ট বোলার, দীর্ঘদিন চোটে ভুগেছে। মাত্রই চোট থেকে ফিরেছে। দেখি ওখানে কেমন করে। হয়তো দু-এক ম্যাচ খেলে তাকেও ফিরে আসতে হতে পারে। '

আর সৌম্য-মিঠুনকে কেন এনওসি দেওয়া হলো না এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, 'জাতীয় দলের ব্যস্ততা ও আসন্ন দুটি হোম সিরিজের কথা ভেবে সৌম্য ও মিঠুনকে আমরা এনওসি দিতে চাচ্ছি না। '

কান্দাহার নাইটসের সঙ্গে দুজনেরই ২০ হাজার ডলারের (১৬ লাখ টাকা) চুক্তি হয়েছিল। কিন্তু এনওসি না পাওয়ায় আফগান লিগে খেলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার জাতীয় লিগে যোগ দিতে হচ্ছে সৌম্য ও মিঠুনকে।  

আফগান লিগে খেলা হচ্ছে না ইনজুরি আক্রান্ত তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও।

শুক্রবার (৫ অক্টোবর) থেকেই মাঠে গড়াচ্ছে এবারের আফগানিস্তান প্রিমিয়ার লিগ যা শেষ হবে ২১ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ