ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সানি ম্যাজিকে চুরমার ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সানি ম্যাজিকে চুরমার ঢাকা ৭ উইকেট নিয়েছেন আরাফাত সানি-ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার টু’র দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো স্পিনার আরাফাত সানি বল হাতে যা করলেন তাকে ম্যাজিক বলাই অধিক যুক্তিযুক্ত। কী করেছেন? ২৪ ওভার বল করে ৫৭ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৭ উইকেট, মেডেন ৭টি।

তার স্পিন যাদুতে চারদিনের ম্যাচের প্রথম দিনেই ২০৬ রানে গুটিয়ে গেছে নাদিফ চৌধুরীর ঢাকা বিভাগ।

সোমবার (৮ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার।

৭৪ রানের মধ্যে দলটি হারায় প্রথম পাঁচ ব্যাটসম্যানকে।
 
ঢাকার টপ অর্ডারের চার ব্যাটসম্যান আব্দুল মজিদ, রনি তালুকদার, সাইফ হাসান ও শাকিল হোসেনকে উইকেট ছাড়া করেন সানি। শুভাগত হোম চৌধুরীকে রানের খাতা খুলতে দেননি আবু হায়দার রনি।
 
তবে অভিজ্ঞ মোশাররফ হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়েন তাইবুর রহমান। এই জুটিকেও বিচ্ছিন্ন করেন সানি। ২৭ রান করা মোশাররফকে বিদায় করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম বারের মতো নেন পাঁচ উইকেট। সঙ্গে ভাঙেন ৮২ রানের জুটি।
 
এরপর বেশিদূর এগোয়নি ঢাকার ইনিংস। তিন বলের মধ্যে তাইবুর ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে দেন মোহাম্মদ আশরাফুল। ১২২ বলে খেলা তাইবুরের ৮৮ রানের ইনিংস গড়া ৮ চারে।
 
ফিরতি ক্যাচে নাজমুল ইসলাম অপুকে ফিরিয়ে ৭৫ ওভারে ঢাকার প্রথম ইনিংস থামিয়ে দেন সানি।
 
দিনের শেষ সেশনে জবাব দিতে নেমে সতর্ক ব্যাটিংয়ে ২৬ রান নিয়ে দিন পার করে দিয়েছে ঢাকা মেট্রো। সাদমান ইসলাম ৪ ও সৈকত আলী ২১ রানে অপরাজিত আছেন।

এদিকে কক্সবাজারে টায়ার টু’র অপর ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাদিকুর রহমানের ১০৬ ও ইয়াসির আলীর ৮৪ রানে ভর করে প্রথম দিন শেষে ৯ উইকেটের বিনিময়ে ২৮২ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম বিভাগ।
 
সিলেটের হয়ে শাহনুর রহমান ৩টি, আবু যায়েদ রাহি ও নাবিল সামাদ ২টি করে এবং খালেদ আহমেদ ও এনামুল হক জুনিয়র ১টি উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।