ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসরে ভারতীয় পেসার প্রবীণ কুমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
অবসরে ভারতীয় পেসার প্রবীণ কুমার অবসরে ভারতীয় পেসার প্রবীণ কুমার-ছবি: সংগৃহীত

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় পেসার প্রবীণ কুমার। দীর্ঘ সময় বল করা ও সুইংয়ের জন্য বিশেষ পরিচিতি ছিল তার। ৩২ বছর বয়সী এই ডানহাতি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১২টি উইকেট তুলে নিয়েছেন।

অবসর প্রসঙ্গে প্রবীণ বলেন, ‘আমার কোনো দুঃখ নেই। আমি নিজের হৃদয় দিয়ে খেলেছি ও বল করেছি।

নতুন অনেক বোলার উঠে আসার জন্য অপেক্ষা করছে, আমি তাদের ক্যারিয়ারে বাধা হতে চাই না। ’

২০০৭ সালে জয়পুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের মাধ্যমে ভারতের হয়ে অভিষেক হয় প্রবীণের। পরবর্তীতে তিনি নিজেকে জহির খান ও আশিস নেহেরার সঙ্গে পেস বোলিংয়ে প্রতিষ্ঠিত করেন।

অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শিরোপা জিততে দারুণ ভূমিকা রাখেন প্রবীণ।

চোটের কারণে অবশ্য ক্যারিয়ারে অনেক সময় থমকে যেতে হয়েছিল প্রবীণকে। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপও খেলা হয়নি তার ইনজুরির কারণে।

টিম ইন্ডিয়ার ব্লু জার্সিতে ৬৮ ওয়ানডে ছাড়াও ৬টি টেস্ট ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন প্রবীণ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।