ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল ড্রাফটে ৩৭৩জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
বিপিএল ড্রাফটে ৩৭৩জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত বিপিএল ড্রাফট। ছবি: বাংলানিউজ

রাজনৈতিক অবস্থাকে মাথায় রেখেই ২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরিয়ে নেওয়া হয় ২০১৯ সালে। জানুয়ারির ৫ তারিখে মাঠে গড়াবে বাংলাদেশের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটি। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো কিছু ক্রিকেটারদের রেখে দিয়েছে ও কিছু বিদেশি ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়িয়েছে। রোববার (২৮ অক্টোবর) হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট।

এই ড্রাফটেই নিশ্চিত হয়ে যাবে কোন ক্রিকেটার খেলবেন কোন দলে। সব ফ্র্যাঞ্চাইজিই নিজেদের সেরা দল গঠনের পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছে।

রোববারের অনুষ্ঠিতব্য ড্রাফটের জন্য মোট ৩৭৩জন বিদেশির নাম চূড়ান্ত করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল এই বিদেশি ক্রিকেটারদের মোট ৭টি ক্যাটাগরিতে। ‘এ+’ থেকে শুরু করে ‘এফ’ ক্যাটাগরি পর্যন্ত।

৩৭৩জন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি আছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। এরপর আছে পাকিস্তানী ক্রিকেটারদের নাম। ড্রাফটে ৮৬জন ইংল্যান্ডের, ৭২জন পাকিস্তানি ক্রিকেটারের নাম রয়েছে।  

ক্যারিবীয় ক্রিকেটার আছেন ৫৬জন, শ্রীলঙ্কান ৫৫জন, আফগানিস্তানের ২০জন ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার ১৮জন, জিম্বাবুয়ের ১৫জন এবং আয়ারল্যান্ডের ১০জন ক্রিকেটার আছেন।

এই বিদেশি ক্রিকেটাদের মধ্যে ‘এফ’ গ্রুপেই রয়েছেন মোট ২০৪জন। ১৬৯জন ক্রিকেটারকে রাখা হয়েছে অন্য ছয়টি গ্রুপে। এর মধ্যে মাত্র ৩জন রয়েছেন ‘এ+’ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ৫জন এবং ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ১১জন। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ১৫জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যটাগরিতে রয়েছেন ৮৩জন ক্রিকেটার।

এর আগে গেল আসর থেকে চারজন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম করে দেওয়া হয়। এছাড়া নিজেদের পছন্দের দুজন বিদেশি ক্রিকেটার ড্রাফটের আদেই দলে ভেড়াতে পারবে যেকোনো ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।