ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেইনের বদলে ওয়ানডে অধিনায়ক ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
পেইনের বদলে ওয়ানডে অধিনায়ক ফিঞ্চ অস্ট্রিলিয়ার ওয়ানডে অধিনায়ক করা হয়েছে অ্যারন ফিঞ্চকে-ছবি: সংগৃহীত

আসছে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিম পেইনের বদলে অস্ট্রিলিয়ার অধিনায়ক করা হয়েছে অ্যারন ফিঞ্চকে। এই সিরিজের মধ্যদিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দুই পেসার জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির সঙ্গে এই সিরিজে হ্যাজেলউড আবার যৌথভাবে সহ-অধিনায়ক থাকছেন। বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শকে।

এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ফিঞ্চ। তবে বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার বাদ পড়লেন অজিদের টেস্ট ও ওয়ানডের অধিনায়ক করা হয় পেইনকে। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বে অজিরা ৫ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।

বর্তমানে টি-টোয়েন্টির এই অধিনায়কের হাতেই হয়তো অস্ট্রেলিয়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলবে।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, নাথান কোল্টার-নাইল, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডা’আর্সি শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনস, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।