ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে কে কোন দলে 

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
বিপিএলে কে কোন দলে  শেষ হলো বিপিএল ড্রাফট। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর হওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে নেয়া হয় আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ  এই টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৮ অক্টোবর)   রাজধানীর হোটেল রেডিসন ব্লু'তে দুপুর ১২টায় প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

এবার ড্রাফটে বিদেশি ক্রিকেটারের তালিকায় আছেন ৩৬৫ ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৮১ খেলোয়াড় থাকছেন ইংল্যান্ডের।

এ ছাড়া পাকিস্তানের ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৫৬, শ্রীলংকার ৫৫, আফগানিস্তানের ১৯, দক্ষিণ আফ্রিকার ১৭, জিম্বাবুয়ের ১৫, আয়ারল্যান্ডের ১০, স্কটল্যান্ডের ৮, কানাডা ও নেদারল্যান্ডসের ৬জন করে, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের ৫জন করে, যুক্তরাষ্ট্রের ৪, নিউজিল্যান্ডের ৩, অস্ট্রেলিয়ার ২ এবং কেনিয়ার একজন খেলোয়াড় রয়েছেন।

এদিকে এই আসর দিয়েই আবার বিপিএলে ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুল।

আসুন দেখে নেই এবারের বিপিএলে কে কোন দলে খেলবেন।

আলোচনা করছেন রংপুর রাইডার্সের কোচ ও অধিনায়ক।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা, ক্রিস গেইল,নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেইলস, শফিউল ইসলাম,সোহাগ গাজী,ফরহাদ রেজা,মেহেদি মারুফ, রবি বোপারা,রাইলি রুশো,নাহিদুল ইসলাম,নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনি,বেনি হাওয়েল,ওশানে থমাস।  

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল,হযরতউল্লাহ জাজাই,শুভাগত হোম,রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন,অ্যান্ড্রু বার্জ,ইয়ান বেল,কাজী অনিক,মিজানুর রহমান,আসিফ হাসান,শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জাঙ্কার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভেনস,মার্শাল আইয়ুব,কামরুল ইসলাম রাব্বি,রাহায় টেনডোয়স্কট, সেকাগু প্রশন্ন, মোহাম্মদ সামি।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সিলেট সিক্সার্স: নাসির হোসেন,সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচান,আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়,ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান,নাবিল সামাদ,এবাদত হোসেন,অলোক কাপালি,জাকির আলী,গুলবাদিন নাইম,আন্দ্রে ফ্লেচার,মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট,ডেভিড মালান, আলী খান, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি,জহির খান,সেলফেইন রাদারাফোর্ড,শুভাশীষ রয়,জুনায়েদ সিদ্দিকী,তানভীর ইসলাম,মাহিদুল ইসলাম অঙ্কন,লাসিথ মালিঙ্গা,ইয়াসির শাহ,ব্রেন্ডন টেইলর।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, ইমরুল কায়েস,মোহাম্মদ সাইফউদ্দীন, শোয়েব মালিক, আসিলা গুনারত্নম, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান,শহীদ আফ্রিদী,থিসারা পেরেরা,মোশরারফ হোসেন রুবেল,মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ,সঞ্জিত সাহা,এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

চিটাগং ভাইকিংস: সিকান্দার রাজা, লুক রনকি, মুশফিকুর রহিম, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম,রবি ফ্রাইলিংক, নাইম হাসান, সৈয়দ খালেদ, আহমেদ আবু যায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত,ক্যামেরুন দেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল,রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, নাজিবুল্লাহ জাদরান, সাদমান ইসলাম।    

দেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি শাহরিয়ার নাফিস, জুবায়ের হোসেন লিখন, সাইফ হাসান।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।