ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টের আগে জিম্বাবুয়ে শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টেস্টের আগে জিম্বাবুয়ে শিবিরে দুঃসংবাদ রিচার্ড এনগারাভা। ছবি: সংগৃহীত

এরই মধ্যে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। ৩ নভেম্বর থেকে সাদা পোশাকে মাঠে নামবে। এর আগেই দুঃসংবাদ এলো অতিথিদের শিবিরে।

ইনজুরিতে ছিটকে গেলেন বাঁহাতি স্পিনার রিচার্ড এনগারাভা। তার পরিবর্তে টেস্ট দলে ডাকা হয়েছে ক্রিস্টোফার এমপোফুকে।

অভিষেক টেস্টের আগেই ছিটকে গেলেন এনগারাভা। বাংলাদেশের বিপক্ষেই প্রথমবার জাতীয় দলের হয়ে সাদা পোশাকে মাঠে নামার কথা ছিল তার।

কিন্তু সাগরিকার মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কুচকিতে চোট পান এনগারাভা। এ কারণেই ছিটকে যান তিনি। স্পিনার এনগারাভার পরিবর্তে দলে এসেছে একজন পেসার।

২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষেই সাদা পোশাকে অভিষেক হয় এমপোফুর। এখন পর্যন্ত ৮০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টির পাশাপাশি ১৫টি টেস্ট খেলেছেন তিনি। মাঝে বেশ কিছুদিন দলের বাইরে থেকলেও এনগারাভার ইনজুরি আবারও দলের দরজা খুলে দিল এই পেসারের সামনে।

সিলেটের নয়নাভিরাম সবুজ গ্যালারির স্টেডিয়ামটি প্রথমবারের মতো টেস্ট ভেন্যু হিসেবে খুলে দেওয়া হচ্ছে। সেখানেই অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১১ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।