ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনে ১৬১ রানে হারলো মেট্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনে ১৬১ রানে হারলো মেট্রো ৩৪ রান করে আউট হয়ে ফিরছেন আশরাফুল-ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ইনিংস আর ১৬১ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে ঢাকা মেট্রো।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বুধবার (৩১ অক্টোবর) জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের তৃতীয় দিনে হাতে ৮ উইকেট আর ৫৯ রান নিয়ে খেলতে নামে মেট্রো। দিনের শুরুটা ভালোই করেন মেট্রোর ওপেনার শাদমান ইসলাম ও মোহাম্মদ আশরাফুল।

কিন্তু ব্যক্তিগত ৬৬ রানে শুভাগত হোমের বলে তাইবুর রহমানের হাতে ক্যাচ দিয়ে শাদমান বিদায় নিলে ফের একবার ব্যাটিং অর্ডারে ধস নামে মেট্রোর। একমাত্র মোহাম্মদ আশরাফুল (৩৪) ছাড়া দাঁড়াতে পারেননি আর কেউই।

বল হাতে মেট্রোর ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন ঢাকা বিভাগের তাইবুর রহমান ও মোশাররফ হোসেন। ৩১ রানে ৪ উইকেট পেয়েছেন তাইবুর, ৩ উইকেট পেয়েছেন মোশাররফ আর ২ উইকেট তুলে নিয়েছেন শুভাগত হোম।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হাতে রেখেই ৫৯ রানেই ইনিংস ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। মূলত অলআউট হয়ে ঢাকা বিভাগের হাতে বাড়তি পয়েন্ট তুলে না দিতে চাওয়াই এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল বলে জানা গেছে।

নিজেদের প্রথম ইনিংসে ওই ভুলের মাশুল গুণতে হয়েছে ঢাকা মেট্রোকে। নিজেদের প্রথম ইনিংসে শুভাগত হোমের সেঞ্চুরি, রনি তালুকদারের ৮৬ আর তাইবুর রহমানের ৫৬ রানের ইনিংসে ভর করে ৩৮৬ রানের ভালো স্কোর গড়ে ঢাকা বিভাগ। ঢাকা মেট্রোর হয়ে ৪ উইকেট দখল করেন সৈকত আলী।

ঢাকা বিভাগের চেয়ে ২৭৯ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৬ রান অলআউট হয়ে ইনিংস আর ১৬১ রানের বিশাল পরাজয় বরণ করে মেট্রো।

দুর্দান্ত সেঞ্চুরি আর ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শুভাগত হোম।

এদিকে প্রথম ও দ্বিতীয় দিনের মতো তৃতীয়দিনেও বরিশাল-খুলনার মধ্যকার প্রথম স্তর ও চট্টগ্রাম-সিলেটের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচ বৈরি আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।