ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের ছেড়ে দিল্লি পাড়ি দিচ্ছেন ধাওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সাকিবদের ছেড়ে দিল্লি পাড়ি দিচ্ছেন ধাওয়ান সাকিবদের ছেড়ে দিল্লি পাড়ি দিচ্ছেন ধাওয়ান (সর্ববামে)-ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শিখর ধাওয়ানের অভিষেকটা হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। এবার ২০১৯ মৌসুমে সেই ঘরের দলের হয়ে ফের মাঠে নামতে পারেন এই ওপেনার। এ বিষয়ে ক্রিকইনফো জানায়, ধাওয়ানের বর্তমান দল সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দিয়ে দিল্লির বিজয় শঙ্কর, অভিষেক শর্মা ও শাহবাজ নাদিমকে দলে টানবে।

গত বছরের নিলামে সানরাইজার্স ধাওয়ানকে রিটেইন করেনি। যেখানে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ৫ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে ফেরায়।

তবে তখন থেকেই নিজের পারিশ্রমিক নিয়ে অখুশি ছিলেন এই বাঁহাতি।

ধাওয়ান আইপিএলের প্রথম মৌসুম ২০০৮ সালেই দিল্লির হয়ে খেলেছিলেন। পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও কয়েক মৌসুম খেলেন। এরপরই তাকে হায়দ্রাবাদে দেখা যায়। যেখানে এই ফ্র্যাঞ্চাইজির আগে ডেকান চার্জার্সের হয়েও খেলেন তিনি।

ধাওয়ান বর্তমানে সানরাইজার্সের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৯১ ইনিংসে ৩৫.০৩ গড় ও ১২৫.১৩ স্ট্রাইক রেটে ২৭৬৮ রান করে শীর্ষে আছেন।

২০১৬ সালে ধাওয়ান সানরাইজার্সের হয়ে চ্যাম্পিয়ন হন। সেবার দলের অধিনায়ক ছিলেন বর্তমানে বল টেম্পারিংয়ের কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। সেসময় তিনি সতীর্থ হিসেবে পেয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এছাড়া গত বছর টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলটি ভেড়ালে তাকেও সতীর্থ হিসেবে পান ধাওয়ান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।