ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে মনোযোগী হতে ওয়ানডে ছাড়ছেন আজহার 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
টেস্টে মনোযোগী হতে ওয়ানডে ছাড়ছেন আজহার  আজহার আলী। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের সাবেক ওয়ানডে অধিনায়ক আজহার আলি। তবে তা শুধুই ওয়ানডে ক্রিকেট থেকে। মূলত টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আজহার আলির। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে ৫৩টি ম্যাচ খেলেন তিনি।

২০১৫ সালে অধিনায়কের দায়িত্ব পান। তবে পারফরম্যান্সের কারণে নেতৃত্বের পাশাপাশি দলে জায়গাও হারিয়ে ফেলেন।

চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন আজহার। অনেকটাই তার ওয়ানডে ক্যারিয়ার সেখানেই শেষ। সব দিক বিবেচনায়ই ওয়ানডে ক্রিকেট ছাড়ার এই সিদ্ধান্ত। আজহারের পক্ষ থেকে একটি ঘনিষ্ট সূত্রটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগ দিতেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন আজহার। তিনি মনে করেন, দলের তরুণরা এখন খুব ভালো ক্রিকেট খেলছে, তারাই দলকে সামনে এগিয়ে নিতে পারবে। ’

ক্যারিয়ারে ৫৩ ওয়ানডেতে ৩৬.৯ গড়ে ১৮৪৫ রান করেন আজহার। আছে ৩টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি।  

বাংলাদেশ সময়ঃ ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।