ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরও ৬ সপ্তাহ শাস্তি বাড়লো শেহজাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
আরও ৬ সপ্তাহ শাস্তি বাড়লো শেহজাদের আহমেদ শেহজাদ। ছবি: সংগৃহীত

সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদের। ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় সব ধরনের ক্রিকেট থেকে ৪ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। এবার তার শাস্তির মেয়াদ বাড়ানো হলো আরও ৬ সপ্তাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে শুক্রবার (০২ নভেম্বর) শেহজাদের এই শাস্তির ঘোষণা দেওয়া হয়।

পুরানো শাস্তির আওতায় ১০ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ ছিলেন শেহজাদ। তবে বাড়তি শাস্তিতে তিনি ২২ ডিসেম্বরের আগে মাঠে ফিরতে পারবেন না।

নতুন করে মেয়াদ বাড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও দলে থাকবেন না এই ব্যাটসম্যান।

মূলত, তাকে যে শাস্তি দেওয়া হয় তা তিনি মানেননি। আর এই শাস্তির ধারা লঙ্ঘনের অপরাধে আবারও বেড়ে যায় শাস্তি। ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় গত জুলাইয়ে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে পিসিবি। কিন্তু শেহজাদ সেই নিষেধাজ্ঞা না মেনে ঘরোয়া ক্রিকেটের একটি প্রীতি ম্যাচে মাঠে নামেন।  

হয়তো তার এই মাঠে নামা পিসিবি খুব একটা গা করতো না, তবে সেই ম্যাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চটে যায় পিসিবি। এক বিবৃতিতে পিসিবি জানায়, নিষেধাজ্ঞার ১০.১১.১.১ ধারা ভঙ্গ করেন শেহজাদ। আর এ কারণেই শেহজাদের শাস্তির মেয়াদ বাড়ানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।