বড় হয়ে ওঠা জুটি ভাঙলেন মেহেদি হাসান মিরাজ। এতে ভাঙলো রেগিস চাকাভা ও ওয়েলিংটন মাসাকাদজার ৩৫ রানের জুটি।
টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৫ উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম। সব শেষ চাতারাকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ করার পাশাপাশি নিজের খাতায় লেখেন ৫ উইকেট। এক ম্যাচে ১১ উইকেটের মালিক হলেন তিনি।
বড় লিডের পথে যাওয়া জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত করলেন তাইজুল ইসলাম। ৪১.৫ ও ৪১.৬ তম বলে পর পর দুটি উইকেট তুলে নেন এই স্পিনার। সেন উইলিয়ামস (২০) ও পিটার মুরকে ফেরান তাইজুল (০)।
তৃতীয় দিনে বড় লিডের দিকে হাঁটা জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজাকে হাফসেঞ্চুরি থেকে দুই রান দূরে রেখেই ফিরিয়ে দেন। ১০৪ বল খেলে ৪৮ রানে ফেরেন এই ওপেনার।
আগের দিন ১৪০ রানের লিড নিয়ে খেলতে নেমে সোমবার (৫ নভেম্বর) প্রথম উইকেট হিসেবে ব্রায়ান চারিকে হারায় সফরকারী জিম্বাবুয়ে। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেলরকে ফেরান তাইজুল ইসলাম।
নাজমুল ইসলাম অপুর হাতে ক্যাচ মিস হওয়ায় এর আগে জীবন পান চারি। তবে ইনিংসের ১৩তম ওভারে মিরাজের করা দ্বিতীয় বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। আর তাতেই ১৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে জিম্বাবুয়ের। সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৪ রান করেন জিম্বাবুয়ে এ ওপেনার।
প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া তাইজুল ফেরান ভয়ংকর হয়ে ওঠা টেলরকে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে মাত্র ২৫ বলেই ২৪ রান তোলেন তিনি। ১৯ তম ওভারে তাইজুলের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেলর।
সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। আগের দিন জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশের প্রথম ইনিংস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কোর, জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে। ২৬৩ রানে এগিয়ে আছে বাংলাদেশের থেকে।
বাংলাদেশ সময়ঃ ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমকেএম