এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট ও ম্যাচে ৯ উইকেট নিলেও, এবারই প্রথমবার তার ঝুলিতে এলো ১০ উইকেট (মোট ১১)।
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাইজুল তুলে নেন ৬ উইকেট।
একে একে তুলে নেন ব্র্যান্ডন টেইলর (২৪), সেন উইলিয়ামস (২০), সিকান্দার রাজা (২৫), পিটার মুরকে (০) ও তেন্দাই চাতারা (৮)।
এর আগে বাংলাদেশের হয়ে এনামুল হক জুনিয়র (২০০৫), সাকিব আল হাসান (২০১৪ ও ২০১৭) এবং মেহেদি হাসান মিরাজ (২০১৬) টেস্ট ম্যাচে ১০ উইকেট পান।
২০১৬ সালে মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন মিরাজ। আর ২০০৫ সালে মিরাজের সমান ১২ উইকেট নেওয়া এনামুল দ্বিতীয়স্থানে আছেন। এই টেস্টে তাইজুল ৬৮.১ ওভারে ১৫ মেডেনসহ ২.৪৯ ইকোনোমিতে ১৭০ রান দিয়ে ১১টি উইকেট তুলে নেন। এর আগে তৃতীয়স্থানে থাকা সাকিব ২০১৪ ও ২০১৭ সালে যথাক্রমে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট করে নিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএমএস