ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে টপকে গেলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সাকিবকে টপকে গেলেন তাইজুল তাইজুল ইসলাম-ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে পরে আরও একটি ‍উইকেট পান। আর এরই ফলে এক টেস্টে বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি পেছনে ফেলেন সাকিব আল হাসানকে। তবে ১১ উইকেট তাকে টাইগারদের মূল বোলিং তালিকায় তৃতীয়তে রেখেছে। তার ওপরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও এনামুল হক জুনিয়র।

এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট ও ম্যাচে ৯ উইকেট নিলেও, এবারই প্রথমবার তার ঝুলিতে এলো ১০ উইকেট (মোট ১১)।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাইজুল তুলে নেন ৬ উইকেট।

সোমবার (৫ নভেম্বর) ম্যাচের তৃতীয় দিন সকাল থেকেই উইকেট তুলে নিতে শুরু করেন তাইজুল।  

একে একে তুলে নেন ব্র্যান্ডন টেইলর (২৪), সেন উইলিয়ামস (২০), সিকান্দার রাজা (২৫), পিটার মুরকে (০) ও তেন্দাই চাতারা (৮)।

এর আগে বাংলাদেশের হয়ে এনামুল হক জুনিয়র (২০০৫), সাকিব আল হাসান (২০১৪ ও ২০১৭) এবং মেহেদি হাসান মিরাজ (২০১৬) টেস্ট ম্যাচে ১০ উইকেট পান।

২০১৬ সালে মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন মিরাজ। আর ২০০৫ সালে মিরাজের সমান ১২ উইকেট নেওয়া এনামুল দ্বিতীয়স্থানে আছেন। এই টেস্টে তাইজুল ৬৮.১ ওভারে ১৫ মেডেনসহ ২.৪৯ ইকোনোমিতে ১৭০ রান দিয়ে ১১টি উইকেট তুলে নেন। এর আগে তৃতীয়স্থানে থাকা সাকিব ২০১৪ ও ২০১৭ সালে যথাক্রমে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট করে নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।