ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে হটিয়ে শীর্ষে বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
কোহলিকে হটিয়ে শীর্ষে বাবর বাবর আজম-ছবি: সংগৃহীত

বাবর আজমের আইডল কে? এমন প্রশ্নের জবাবে তিনি এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির নাম নিয়েছিলেন। এবার গুরুকেই ছাড়িয়ে গেলেন পাকিস্তানি টপঅর্ডার ব্যাটসম্যান। ভারতীয় অধিনায়ক কোহলিকে হটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের হিসেবে দ্রুততম সময়ে ১০০০ রানের মালিক হলেন বাবর।

দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০’তে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। ২৬ ইনিংসে তিনি রেকর্ডটি গড়েন।

এক ইনিংস বেশি খেলে আগের রেকর্ডের মালিক ছিলেন কোহলি।

রেকর্ডটি এককভাবে গড়তে এই ম্যাচ ছাড়া বাবরের সামনে কোনো উপায় ছিল না। আগের ২৫ ম্যাচের ২৫ ইনিংসে তার রান ছিল ৯৫২। কীর্তি গড়তে প্রয়োজন ছিল আরও ৪৮ রান। তবে এদিন প্রয়োজনীয় সেই ৪৮ রান ছাড়াও করেছেন আরও ৩১ রান। খেলেছেন ৫৮ বলে ৭৯ রানের ঝলমলে এক ইনিংস। তার সেই ইনিংসে চড়েই ৪৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান।

ম্যাচের হিসেবে বাবর থেকে কোহলি আরও পিছিয়ে গেল। বাবরের ২৬ ম্যাচের বিপরীতে কোহলি খেলেছেন ২৯ ম্যাচ।

শীর্ষ পাঁচে অন্যরা হলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (২৯ ইনিংস), কেভিন পিটারসেন ও অ্যালেক্স হেলস (৩২ ইনিংস)।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।