চলতি মাসের ৯ তারিখে থেকে মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে দল পায় ৬ উইকেটের জয়। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয়ের বন্দর পর্যন্ত পৌঁছাতে পারেনি সালমা-রুমানারা।
বুধবারের (৭ নভেম্বর) ভোরের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ তোলে পাকিস্তানের নারীরা। জবাবে ৯ উইকেটে সাকুল্যে ৯৮ রান তুলতে পারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা হক। এছাড়া ১০ রান করেন রুমানা আহমেদ ও লতা মন্ডল। বাকি আর কেউই ১০-এর ঘর পার হতে পারেননি।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আইমান আনোয়ার, সানা মীর ও বিসমাহ মাহরুফ। একটি উইকেট নেন আনাম আমিন। আর দুটি রান আউট হয়।
পাকিস্তানের শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় মাত্র ১০ রানেই আউট হয়ে ফেরেন নাদিয়া খান (৬)। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও রানের চাকা সচল রাখেন পাকিস্তানি নারীরা। দলের হয়ে ২২ রান করেন বিসমাহ ও ২১ রান করেন অধিনায়ক জাভেরিয়া খান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা। একটি করে উইকেট পান রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।
১০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাঘিনীরা।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমকেএম