ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আধা ঘণ্টা এগিয়ে গেল ঢাকা টেস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
আধা ঘণ্টা এগিয়ে গেল ঢাকা টেস্ট মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গেল ৩-৬ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয়েছিলো সকাল ১০টায়।

কিন্তু ১১-১৫ নভেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচটির সময় আধাঘণ্টা এগিয়ে দেয়া হয়েছে। ফলে ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়।

শনিবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

নতুন সময় অনুযায়ী প্রথম সেশন অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা। ৪০ মিনিট লাঞ্চ বিরতির পর দুপুর ১২টা ১০ থেকে ২টা ১০ পর্যন্ত দ্বিতীয় সেশন। ২০ মিনিট চা বিরতির পর দুপুর ২টা ৩০ থেকে ৪টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ সেশন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।