মুমিনুল আউট হলেও মাঠে বুক চিতিয়ে লড়ে গেলেন মুশফিক। ১১১ রানে অপরাজিত থেকে ক্যারিয়ার সেরা ইনিংসের আভাস দিয়ে রাখলেন।
সোমবার (১২ নভেম্বর) মিরপুরে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি একথা বলেন।
মাকুনউরা বলেন, 'সে দারুণ ব্যাটিং করেছে। আমাদের ব্যাটসম্যানদের ওর কাছে একটি নয় দুটি জিনিস শেখার আছে যা তারা পিচে প্রয়োগ করতে পারে। দিনের প্রথম সেশনে আমাদের বোলাররা ভালো বোলিং করলেও সে অসাধারণ ব্যাটিং করেছে। ’
এসময় তিনি কথা বলেন মুশফিক-মিরাজের জুটি নিয়েও। আরিফুলের বিদায়ে টাইগারদের ৭ম উইকেটের পতন হলে দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংযে নেমে ৮ম উইকেটে মুশফিকের সঙ্গে ১৪৪ রানের জুটিতে দলকে ৭ উইকেটে ৫২২ রান এনে দেন মিরাজ। তাই এই জুটির প্রশংসা না করে বোধ হয় পারলেন না এই জিম্বাবুইয়ান কোচ।
‘ওরা দুজনই ভালো ব্যাটিং করেছে। মুশফিক সেট ছিল বলে ওর (মিরাজের) জন্য আরও সহজ হয়ে গেছে। ’
দলীয় ২৬ রানে ৩ উইকেট পতনের পর প্রতিপক্ষের এত রান কতটা হতাশাজনক? সংবাদ মাধ্যমের করা এ প্রশ্নের জবাবে কোচ বললেন, 'এটা ক্রিকেটের অংশ। এমন ঘটনা সবসময়ই ঘটবে। ক্রিকেটে আপনি দ্রুতই কয়েকটি উইকেট ফেলে দিতে পারেন। কিন্তু যেহেতু টেস্ট ক্রিকেট, সেহেতু জুটি হবেই। ’
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এইচএল/এমএইচএম