তবে তামিমের বিষয়ে এখনই শেষ সিদ্ধান্ত জানানো হয়নি। কেননা আপাতত তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খোদ দেবাশীষ চৌধুরীই বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তার ভাষ্যমতে, ‘আজ ব্যাটিং অনুশীলন করতে গিয়ে তামিমের টান লেগেছে। তাছাড়া পাজরেও ব্যথা আছে। আলট্রাসনোগ্রাম করে আমরা ওকে ৪৮ ঘণ্টা বিশ্রাম দিয়েছি। ৪৮ ঘণ্টা পরে দেখব ওর ব্যথা কতটা আছে। ’
উল্লেখ্য, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাঁহাতের তর্জনীতে চোটের পর প্রায় দেড় মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর গেল ৪ নভেম্বর থেকে ব্যাটিং শুরু করেছিলেন তামিম। মেলবোর্নে উন্নত চিকিৎসা শেষে দেশে পুনর্বাসন প্রক্রিয়ার পর আজ থেকে শুরু করেছেন ব্যাটিং।
চোটের কারণে চলতি জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি টাইগার ওপেনার তামিম। এখন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে আসন্ন ওয়েস্টর ইন্ডিজ সিরিজে খেলা নিয়েও।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এইচএল/এমএইচএম