সাদা-নীল এই দুই দলে বিভক্ত হয়ে সকাল ১১টায় হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নীল দল যখন মাঠে নামে, স্টেডিয়ামের গ্যালারি থেকে কিশোর কিশোরীর উল্লাস, করতালির শব্দ ও ধারাভাষ্যকারের সুরেলা ধারাভাষ্যে মনেই হয়নি এটি কোন প্রীতি ম্যাচ। যেন কোনো হাইভোল্টেজ আন্তর্জাতিক ম্যাচেরই পর্দা উঠছে।
১০ ওভারে প্রীতি ম্যাচে নীল দলের হয়ে বোলিংয়ের শুরুটা করেন নারী ক্রিকেট দলের পেসার সুরাইয়া আজমীম ছন্দা। সাদা দলের হয়ে ব্যাট হাতে তাকে মোকাবেলা করেন সাবেক টাইগার ব্যটসম্যান হান্নান সরকার। ক্লাসিক ব্যাটে দলকে সমৃদ্ধ সংগ্রহ এনে দিয়ে ৫ ওভার ব্যাটিং শেষে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান হান্নান। এর মাঝেই ২ উইকেটের পতন হয়।
হান্নান ফিরে গেলে তার স্থলাভিষিক্ত হন তাসকিন। পেসার হলেও আক্রমণাত্মক ব্যাটে ৪-৬ এর ঝলকে উপস্থিত কিশোরদের নিখাঁদ বিনোদনে বুদ করে রাখেন।
১০ ওভার শেষে সাদা দলের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০৮ রান। জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ১০ ওভারে সাকুল্যে সংগ্রহ দাঁড়ায় ৭৩ রান। জয়ে মাঠ ছাড়ে হান্নান-তাসকিনের সাদা দল। বিমল আনন্দে ম্যাচটি উপভোগ করলেন ইউনিসেফ’র সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীর দল।
ইউনিসেফ বাংলাদেশ ও বিসিবি’র যৌথ আয়োজনে শনিবার (১৭ নভেম্বর) প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবসকে সামনে রেখে। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও দুই বর্তমানের সঙ্গে অংশ নেয় ইউনিসেফের সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরিরা।
সাবেকদের তালিকায় ছিলেন; নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার সুমন ও হান্নান সরকার। আর বর্তমানদের তালিকায় ছিলেন; টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ ও নারী দলের পেসার সুরাইয়া আজমীম ছন্দা।
তবে নান্নু- আকরাম-দুর্জয়রা ম্যাচে অংশ নেননি। হাবিবুল বাশার নীল দলের হয়ে নামলেও ৫ ওভার পরেই উঠে যান।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এইচএল/এমকেএম