ঠিক একারণেই ২১ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কোনো দলই তাকে ডাকেনি বলে মত তার।
সঙ্গত কারণেই বিষয়টি নিয়ে তার কোনো অভিযোগ,অনুযোগ কিংবা ক্ষোভ নেই।
‘বিসিএল তো যারা টপ প্লেয়ার তাদের নেয়। এনসিএলে যারা পারফর্ম করে। আমি তো পারফর্ম করতে পারিনি। পেশাদার খেলেয়োড় হিসেবে ওইভাবে কষ্ট পাওয়ার কিছু নেই। পারফর্ম করিনি তাই দলে নেয়নি। এটা তো আমার হাতে নেই। ’
রোববার (১৮ নভেম্বর) বাংলানিউজকে তিনি একথা জানান।
বিসিএলের গেল আসরটি আশরাফুল খেলেছিলেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। চলতি মৌসুমের শুরুতে যেহেতু দলটি তাকে উপেক্ষা করে গেছে তাতে আপাত দৃষ্টিতে মনেই হচ্ছে মৌসুমে আর কোনো ম্যাচই তাদের হয়ে খেলা হবে না তার। তবে দু-এক রাউন্ড শেষে অন্য কোনো দলে সুযোগ তৈরি হলে তাদের হয়ে খেলতে কোনো আপত্তি থাকবে না।
‘ম্যানেজমেন্টের কারো সাথেই কথা বলিনি। দু-এক রাউন্ড পর দলে নেয়ার অপশন আছে। তবে কারো সাথে কোনো আলাপ হয়নি। ’
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস