ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

দলে ‘অনিশ্চিত’ সাকিব!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
দলে ‘অনিশ্চিত’ সাকিব! গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: বছরের শুরুতেই কনিষ্ঠ আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। খেলতে পারেননি নিদহাস ট্রফি। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যথানাশক ওষুধ নিয়ে খেললেও এশিয়া কাপের মাঝপথেই মাঠ ছাড়তে হয় তাকে। 

চোটের কারণে সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও খেলা হয়নি তার। দীর্ঘদিন চিকিৎসা শেষে ‘ফিট’ সাকিব দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে।

সাকিবের ফেরাটা টাইগারদের জন্য দারুন সংবাদ হলেও বৃহস্পতিবার প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাকিব নিজেই।
বাংলাদেশ দলের অনুশীলন।                                          ছবি: উজ্জ্বল ধরবুধবার (২১ নভেম্বর) সকাল থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। দুপুর ১২ টার দিকে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানেই খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

‘হাত এখন পুরোপুরি ভালো। তবে পাঁচ দিন খেলাটা আসলে চ্যালেঞ্জিং। কারণ ইনজুরির পর থেকে মাত্র ৪টা সেশন অনুশীলন করতে পেরেছি। তাই প্রথম টেস্টে খেলতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর, ২১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।