ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

কঠিন চ্যালেঞ্জ দেখছে ক্যারিবীয়রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
কঠিন চ্যালেঞ্জ দেখছে ক্যারিবীয়রা জোমেল ওয়ারিকেন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: ক’মাস আগেই বাংলাদেশকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংকিংয়েও তারা একধাপ উপরে। সে হিসেবে দু’দলের লড়াইয়ে এগিয়ে থাকার কথা ক্যারিবীয়দেরই।

তবে চট্টগ্রাম টেস্টে উইকেটের যা অবস্থা তাতে ম্যাচ জেতা কঠিন চ্যালেঞ্জই মনে করছেন দলটির বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেন।

তার ধারণা- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রথম দিন ব্যাটসম্যানদের পক্ষে থাকলেও সামনের দিনগুলোতে তা বোলারদের পক্ষে যেতে পারে।

টার্নিং উইকেটে কঠিন চ্যালেঞ্জেই পড়বেন ব্যাটসম্যানরা।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) প্রথম দিন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে ওয়ারিকেন জানালেন, প্রথম দিন থেকেই উইকেট টার্নিং করছে বেশ। জানি সামনের দিনে এটা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। কারণ বাংলাদেশের ভালো স্পিনার অ্যাটাক রয়েছে। তবে নিজেদের ডিফেন্সে আস্থা রাখতে চাই আমরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বব ২২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।