ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

২০৩ রানের লিড পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
২০৩ রানের লিড পেলো বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ-ছবি:বাংলানিউজটুয়েন্টিফোর.কম

ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দিনের খেলার প্রথমভাগেই গুটিয়ে গেলো টাইগাররা। আগেরদিনের ৫৫ রানের সঙ্গে মাত্র ৭০ রান যোগ হতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২০৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের ধারা বজায় রেখে তৃতীয় দিনেও উইকেট হারানোর মিছিল শুরু করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মুশফিক আউট হওয়ার পর মিরাজ বিদায় নেন দ্রুতই।

তাদের দুজনের পথেই হেঁটেছেন অভিষিক্ত নাঈম হাসান। দেবেন্দ্র বিশুর এই ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ'র সিঙ্গেলে বাংলাদেশের লিড ২০০ ছোঁয়ার পরের বলেই বিদায় নেন টেল এন্ডার এই ব্যাটসম্যান।  

এরপর এক বল বাদেই শাই হোপের ক্যাচে পরিণত হয়ে বিশুর চতুর্থ শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩১)। ১২৪ রান সংগ্রহ করতেই নবম উইকেট হারায় টাইগাররা। বাকি এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ১২৫ রানেই গুটিয়ে দেন ক্যারিবীয় স্পিনার চেজ। উইন্ডিজের হয়ে ২৬ রান খরচে ৪ উইকেট পেয়েছেন বিশু, ৩ উইকেট গেছে চেজের দখলে। ২ উইকেট পেয়েছেন ওয়ারিকান, ১ উইকেট দখল করেছেন গ্যাব্রিয়েল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।