ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজহার-হারিসের ব্যাটে প্রথম দিনটি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
আজহার-হারিসের ব্যাটে প্রথম দিনটি পাকিস্তানের ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হারিস-ছবি: সংগৃহীত

দুবাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিল পাকিস্তান। যদিও টসে জিতে শুরুটা ভালো ছিল না। তবে দিন শেষে আজহার আলী ও হাসির সোহেলের ব্যাটে ভালো কিছুর ইঙ্গিত দিয়ে রাখলো দলটি।

আগের টেস্টে নাটকীয় হারের পর শনিবার দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। যেখানে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০৭ করেছে সরফরাজ আহমেদ ও তার দল।

তবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে দুই ওপেনারকে হারালে বিপাকে পড়ে তারা। কলিন ডি গ্র্যান্ডহোম তুলে নেন ইমাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে।

কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ১২৬ রান যোগ করে বিপদ সামাল দেন আজহার ও হারিস। ১৮৭ বলে ৭টি চার ও একটি ছক্কায় ব্যক্তিগত ৮১ রানে রান আউটের শিকার হন আজহার। তবে ঐ ৮১ রানেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন হারিস। এতে ২৪০ বলে ১০টি চার হাঁকান তিনি।

মাঝে আসাদ শফিক ব্যক্তিগত ১২ রানে আগের টেস্টের নায়ক আজাজ প্যাটেলের বলে বিদায় নেন। তবে ১৪ রানে অপরাজিত থাকেন বাবর আজম।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।