ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মিরাজের তৃতীয় আঘাত, ১২৮ বছরের রেকর্ডে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
মিরাজের তৃতীয় আঘাত, ১২৮ বছরের রেকর্ডে টাইগাররা মিরাজের তৃতীয় আঘাত

২৯ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজের ৫ম উইকেটের পতন ঘটিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটসম্যান রোস্টন চেজকে (০) বোল্ড করে বিদায় করেছেন তিনি। এই নিয়ে উইন্ডিজের প্রথম ইনিংসে একাই ৩ উইকেট দখল করেছেন এই অফ স্পিনার। আরেক স্পিনার সাকিব আল হাসান তুলে নিয়েছেন বাকি দুই উইকেট। সব উইকেটই বোল্ড! ১২৮ বছর আগে সর্বশেষ এক ইনিংসে কোনো দলের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যান বোল্ড হয়েছিলেন। আর সবমিলিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল। সর্বশেষ ১৮৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁচ অজি টপ অর্ডার ব্যাটসম্যান বোল্ড হয়েছিলেন। সেই কীর্তি ছুঁয়েছে টাইগাররা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।