ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেঁচে আছেন ম্যাককালাম!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
বেঁচে আছেন ম্যাককালাম! নাথান ম্যাককালাম। ছবি: সংগৃহীত

নিজের বেঁচে থাকার প্রমাণ দিয়েই যেন বেঁচে গেলেন নাথান ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক এ অলরাউন্ডারের মৃত্যু গুজব নিয়ে রীতিমতো সংবাদই হয়ে গেছে। আর তার প্রতিবাদে নাথানের নিজেকেই টুইট করে জানাতে হল, বেঁচে আছেন তিনি।

শুক্রবার (৩০ নভেম্বর) হঠাৎ করেই গুঞ্জন ওঠে হাসপাতালে মারা গেছেন নিউজিল্যান্ডের ৩৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। এমন কি একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে সংবাদও প্রচার করে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিউজিল্যান্ড ক্রিকেট সংশ্লিষ্ট একাধিক পেজও এ সংবাদ শেয়ার করে।

কিন্তু নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের বড় ভাই যে মারা যাননি তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত বড় ম্যাককালামকেই সামনে আসতে হয়েছে। শনিবার এক টুইটে নাথান ম্যাককালাম লেখেন, ‘আমি বেঁচে আছি। আগের থেকেও বেশি শক্ত-সামর্থ্য আছি। জানি না এই মিথ্যা সংবাদ কে প্রচার করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। সবার জন্য ভালোবাসা। ’

নিউজিল্যান্ডের হয়ে ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন নাথান ম্যাককালাম। এ সময়ের মধ্যে তিনি ৮৪টি ওয়ানডে ৬৩ টি-টোয়েন্টি খেলেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।