ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

তবু ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
তবু ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন মিরাজ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

উইন্ডিজদের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ পেয়েছে এক ইনিংস ও ১৮৪ রানের দুর্দান্ত জয়। ২-০ তে হোয়াইটওয়াশ। আর এই জয়ে সব চেয়ে বড় অবদান ১২ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজের। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নেন ৫ উইকেট। কিন্তু তবুও ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া সেই ১২ উইকেটকেই এগিয়ে রাখলেন ম্যাচ সেরা মিরাজ।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হন নিজের স্বাভাবসুলভ হাসি নিয়ে। একে একে উত্তর দেন সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের।

জানান নিজের ও দলের অনুভূতি, নিজের পছন্দের পারফরম্যান্স নিয়ে।  

সেখানেই মিরাজ জানান, ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানের বিনিময়ে পাওয়া ১২ উইকেটের সেই ইনিংসটিই জীবনের সেরা। বলেন, ‘দুইটাই কিন্তু ভাল হয়েছে। কিন্তু প্রথমটা আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল ইংল্যান্ডের বিপক্ষে। অবশ্যই ওটাই এগিয়ে থাকবে। কারণ এক্সপেরিয়েন্সের দিক থেকে এখন অনেক পরিপক্ক হয়েছি, ভাইয়ের সঙ্গেও কথা বলেছি এই দুই বছরে। কোন উইকেটে বা কীভাবে কি করলে ভালো হবে। তখন নতুন ছিলাম। কাজেই ওইটাকে এগিয়ে রাখব। যদিও এইটাও কম না। ’

দলে ছিলেন মিরাজসহ চার স্পিনার। তাদের মধ্যে সবার থেকে এগিয়ে ২১ বছর বয়সী মিরাজ। ভালো করার মন্ত্রটাও জানিয়ে দিলেন। বলেন, ‘ভাল জায়গায় ধারাবাহিকভাবে বল করেছি। এইজন্য উইকেট পেয়েছি। যদি ভাল জায়গায় বল না করতাম তাহলে উইকেট পেতাম না, রানও হয়ে যেত। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।