ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুবিধা করতে পারল না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
সুবিধা করতে পারল না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও ছবি: সংগৃহীত

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ছিল ভারতীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়া আর দ্বিতীয় দিন একই পথে হাটলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও। দ্বিতীয় দিন শেষে মাত্র ১৯১ রানে ৭ উইকেট হারিয়ে থেমেছে টিম পেইনের দল।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটসম্যানদের রুগ্ন অবস্থা দেখিয়েছে ভারত। প্রথম দিনেই ৯ উইকেট হারিয়ে ২৫০ তোলে বিরাট কোহলিরা।

দ্বিতীয় দিনে আর এক রানও যোগ না করেই অল আউট।  

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও যেন ছন্নছাড়া। ইনিংসের তৃতীয় বলেই ইশান্ত শর্মার বলে ফেরেন অ্যারন ফিঞ্চ। মারকাস হ্যারিস ও উসমান খাজা কিছুটা সামলে নিলেও বেশি সময় পারেননি। দলীয় ৪৫ রানে রবীচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত মাত্র ২৬ রানেই ফেরেন হ্যারিস।

ছবি: সংগৃহীত

এক সময় ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দিন শেষে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে আছে তারা। প্রথম ইনিংসের সর্বোচ্চ ৬১ রান নিয়ে অপরাজিত আছেন ট্রাভিস হেড। তার সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন মিশেল স্টার্ক।  

অস্ট্রেলিয়ার ৭ উইকেটের ভিতর একাই তিনটি তুলে নেন অশ্বিন। এছাড়া দুটি করে উইকেট পান ইশান্ত শর্মা ও জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমকেএম   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।