ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশ-উইন্ডিজকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
বাংলাদেশ-উইন্ডিজকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজ ত্রিদেশীয় সিরিজ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ সালের ৩০ মে থেকে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এর ঠিক আগ মুহূর্তেই আয়ারল্যান্ড ও উন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 

মে মাসের ৫ তারিখ থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। আয়ারল্যান্ডের মাটিতে হতে যাওয়া এ সিরিজে প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে।

পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে ১৭ মে।

টানা ম্যাচ খেলার অংশ হিসেবেই এই সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজ ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজসহ সব মিলিয়ে ঘরের মাঠে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।  

এছাড়া ২০১৯ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম অ্যাওয়ে টেস্ট খেলবে আয়ারল্যান্ড। সেখানে থাকবে তিনটি টেস্ট।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।