ভারতে অস্ত্রোপচার শেষে বুধবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং মেরুদণ্ডে ব্যথার কারণে চামেলীকে গত ২ নভেম্বর রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
জানতে চাইলে ক্রিকেটার চামেলী বলেন, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ছয়মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপরই তিনি আবার মাঠে ফিরতে চান। তার চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিসিবিসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করতে অনুরোধ জানান।
চামেলী বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত মাঠ মাতিয়ে বেড়িয়েছেন। শুধু নারী দল নয় সমান তালে খেলেছেন ফুটবলও। পাশাপাশি অ্যাথলেটিক্সেও ছিলেন সমান পারদর্শী। ২০১০ সালে বাংলাদেশের এশিয়া কাপের রানার আপ হওয়া দলের হয়ে মাঠ মাতান চামেলী। কিন্তু আট বছর ধরে লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে আট বছরে মুমূর্ষু অবস্থায় পৌঁছান। মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্ক গুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছিলো তার পুরো ডান পাশ। বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হলে তার চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসএস/আরআইএস/